Bangladesh India Sundarban Region Cooperation Initiative
বাংলাদেশ ভারত সুন্দরবন
যৌথ উদ্যোগ
Saturday, December 5, 2020
1 মে 2019

দুবলার চরের রাসমেলা

বাংলাদেশের বাগেরহাট জেলায় যেখানে কুঙ্গা ও মরাপশুর নদী গুলি বঙ্গোপসাগরে মিশেছে; সেই সঙ্গমে অবস্থিত দ্বীপটির নাম দুবলার চর । সাধারণত এটি একটি জনমানবহীন শান্ত জায়গা, কিন্তু মাছ ধরার মাসগুলিতে দ্বীপটিতে প্রায় ২৫০০০ জেলে অস্থায়ীভাবে থাকে কারণ এই দ্বীপে মাটির নিচে মিষ্টি জল পাওয়া যায় । মূলত এই দ্বীপটিকে কেন্দ্র করেই, বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশ সুন্দরবনের দক্ষিণ-পূর্ব প্রান্তের কোচিখালীর কুড়ি মাইল প্রশস্ত এলাকা জুড়ে, শীতকালে মাছ ধরার এক বিশাল কর্মকান্ড চলে, যতক্ষণ পর্যন্ত আবহাওয়া ও সমুদ্র অশান্ত হয়ে না ওঠে ।
তবে ধীবরদের সাথেই অসংখ্য পুর্নার্থীও নিয়ম করে আসেন প্রত্যেক নভেম্বরে অনুষ্ঠিত এই রাসমেলায়, যা একটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান রূপে বহুল প্রচারিত । স্থানীয় অনুমান অনুযায়ী প্রায় পাঁচ হাজার মানুষ বরিশাল, পটুয়াখালি, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বহু দূরবর্তী দক্ষিণ ২৪ পরগনা থেকেও এখানে আসেন পবিত্র স্নানের জন্য । স্থানীয় বিশ্বাস অনুসারে রাসমেলা সম্ভবত ১৯২৩ সালে হরিভজন নামে এক সন্ন্যাসীর দ্বারা শুরু হয়েছিল । আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাস অনুযায়ী; বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ফরিদপুর জেলার আরাকান্দি গ্রামের হরিচাঁদ ঠাকুর নামক একজন ব্যক্তি দুবলার চরে পূজা ও ধর্মানুষ্ঠান শুরু করেছিলেন; যাকে এই রাসমেলার শুরু বলা চলে । গঙ্গার অববাহিকার এই দ্বীপে পবিত্র স্নান ছাড়াও, তিন দিনেরও বেশি সময় ধরে স্থানীয় মেলা ও উৎসব অনুষ্ঠিত হয় যা স্থানীয়দের কাছে ‘নীল কমল’ নামে পরিচিত।

কিভাবে দ্বীপে পৌঁছাবেন:

উত্সাহীরা নিম্নলিখিত পথে এই দ্বীপে পৌঁছাতে পারেন;
• বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বতুলান্দি-বালানদী-পাটকোস্তার হয়ে, হংসরাজ নদী পথে দুবলার চর ।
• কখালী স্টেশন থেকে মাদারগাং, খপরাখালী ভরাণী, দাববেকি, অর্পাঙ্গাশিয়া-কাগাদোবেকী থেকে দুবলার চর পর্যন্ত ।
• নলিয়ান স্টেশন থেকে, শিবসা নদী – মোরজাট নদী হয়ে দুবলার চর।

• কয়রা, কাশিয়াশাবাদ, খাসিটানা, বজবজা, অরুয়া থেকে শিবসা নদী এবং মোরজাট নদী হয়ে দুবলার চর ।
• ধুংমারী / চাঁদপাই স্টেশন থেকে পশুর নদী হয়ে দুবলার চর।
• বাগি-বালেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শীলা চর হয়ে দুবলার চর।
• ভারত ও বাংলাদেশের আন্তর্জার্তিক সীমানা হয়ে , খুলনা, মংলা হয়ে দুবলার চর।
বাংলাদেশ সুন্দরবনের মংলা সহ ৮ টি পয়েন্টের মধ্যে দিয়ে যাত্রীরা রাসমেলায় ঢুকতে পারবেন । বন বিভাগ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক বিভাগগুলি তীর্থযাত্রীদের এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

Leave a Reply