19 জুলাই 2019
বারণ মাছধরা
জৈববৈচিত্র্ রক্ষার জন্য সুন্দরবনের ৪০০ টির ওপর খালে সারাবছর মাছ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশের বনবিভাগ । মূলত বাংলাদেশ সুন্দরবনের পূর্ব ও পশ্চিম ভাগে ২৫ ফুট বা তার কম চওড়া খালগুলিই এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। মনে রাখতে হবে এমনিতেই জুলাই ও আগস্ট মাসে গোটা সুন্দরবনে মাছ ধরা বন্ধ। এ নিয়ে মৎস্যজীবিরা অসন্তোষ জানালেও পরিবেশবিদরাই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।